১০০ দিন পর কুয়েতের দুই অঞ্চল লকডাউন মুক্ত

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০ 489 views
শেয়ার করুন

 

কুয়েতে অভিবাসী অধ্যুষিত এলাকা মাহবুল্লাহ ও জেলিব আল সুয়েখ দীর্ঘ ১০০ দিনের লকডাউন থেকে মুক্তি পেয়েছে। আজ বুধবার (৯ জুলাই) ভোর ৫টায় ওই দুই এলাকা লকডাউন মুক্ত ঘোষণা করা হয়।

লকডাউন মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাহবুল্লাহ ও জেলিবের বাসিন্দারা কর্মস্থলে এবং শপিংমলগুলোতে যেতে পারবেন। এমনকী অন্য অঞ্চলেও যেতে পারবেন তারা। লকডাউন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা।

ওই এলাকার অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা দীর্ঘদিন পর লকডাউন মুক্ত হয়ে আবারো স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করতে পারবেন। ছোট ব্যবসাগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক হবে অন্য সবকিছু।

বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেকার ও ঘনবসতি হওয়ায় করোনা সংক্রমণের শুরু থেকে ওই এলাকায় বেশি রোগী দেখা যায়। ফলে করোনা সংক্রমণ রোধে ওই এলাকা দীর্ঘদিন লকডাউনের আওতায় রাখার সিদ্ধান্ত নেয় কুয়েত সরকার।

করোনা সংক্রমণের শুরুর দিকে ওই দুই এলাকায় রোগী সংখ্যা বেড়ে গেলেও দীর্ঘ লকডাউনের ফলে এখন তা নিয়ন্ত্রণে এসেছে। তাই ওই এলাকা দু’টির জনজীবন স্বাভাবিক করতে দীর্ঘ ১০০ দিন পরে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দেয় সরকার।

লকডাউন তুলে নিলেও যাতে ফের করোনা সংক্রমণ না বাড়ে সেজন্য ওই দুই এলাকার বাসিন্দাদের মানতে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাহবুল্লাহ এবং জেলিব আল-সুয়েখের লকডাউন তুলে নেয়ায় দেশটিতে শুধুমাত্র ফারওয়ানিয়া এলাকা লকডাউনের আওতাধীন থাকবে। যা করোনভাইরাস পরিস্থিতি হ্রাস না হওয়া পর্যন্ত স্থায়ী হবে।