কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট চালু ১ আগস্ট

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ 469 views
শেয়ার করুন

 

চার মাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ১ আগস্ট থেকে ৩০ শতাংশ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত।

তবে কোন কোন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে তার কোনো তালিকা প্রকাশ করেনি কুয়েত এভিয়েশন।

ফ্লাইট পরিচালনা করা হবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে। যাত্রীদের মাস্ক হাত মোজা ব্যবহার করতে হবে।

কুয়েত বিমানবন্দর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেস্ক থেকে দেয়া হবে পিসিআর সনদ, যার জন্য ১০ দিনার থেকে ২০ দিনার খরচ লাগবে।

বিমানবন্দরে আসতে ও যেতে স্ক্যানার মেশিনের মাধ্যমে শরীরের তাপমাত্রা চেক করা হবে।

এছাড়া ছুটিতে থাকা প্রবাসীরা আসার ৪ দিন আগে কুয়েত দূতাবাস অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে পিসিআর সনদ গ্রহণ করতে হবে। অবশ্যই সেটা আরবিতে অনুবাদ করা থাকতে হবে।

এদিকে কুয়েত বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ফরম পূরণ করতে হবে, যাতে উল্লেখ রয়েছে প্রয়োজন হলে যে কেউ সরকারি কোয়ারেন্টেইন অথবা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য থাকবে।