বৃহত্তর ঘুঙ্গাদিয়ার প্রবাসীদের অর্থায়নে প্রায় সাড়ে চারশ পরিবারকে সহায়তা প্রদান

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ২, ২০২০ 549 views
শেয়ার করুন

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেট বিয়ানীবাজারের বৃহত্তর ঘুঙ্গাদিয়ার প্রবাসীদের উদ্যোগে ও অর্থায়নে প্রায় সাড়ে চারশ পরিবারের মধ্যে ছয় লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী বৃহত্তর ঘুঙ্গাদিয়া গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল , ডাল, সয়াবিন তেল, পিয়াজ, আলু, চানা, ময়দা, তরল দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ।

শুক্রবার জুময়া’র নামাজ শেষে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। গ্রামের উদ্যোমী , সমাজকর্মী সেচ্ছাসেবকরা ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী গ্রহীতার বাড়ি বাড়ি পৌঁছে দেন। সুবিধাভোগী একজন গ্রহীতা স্বেচ্ছাসেবকদের জানান ,”জীবনর ফয়লা আমরা ইলা উপহার সামগ্রী ফাইলাম , খুব বালা লাগের, আল্লায় আমরার বিদেশী হখলরে নিরা ফদে রাখো ক্কা , তারার রোজিতে বরকত দেউক্কা। “

উপহার সামগ্রী নিজের ঘরের দোয়ারে গ্রহণ করে আরেকজন বয়োবৃদ্ধ জানান , “হখলতার লগে আল্লার রহমতে দুধও ফাইলাম, আমার ইলান কেউ নাইযে রোজা রাখিয়া লোকডাউন আর ই ভাইরাসর মাঝে বাজার থাকি খরচ খরিয়া আনতো , এখইবারে ঘরও থাকিয়া হখলতা ফাইলাইলাম , আল্লায় আফনারার বালা খরউক। “

তরুণ এক গ্রহীতা এভাবে অনুভূতি প্রকাশ করেন , ” আমার গাড়ি চালানীও বন্ধ , খানিও বন্ধ ওইজাওয়ার ফতে , শরমে কাউরে কইতে ফারিনা , লানিত গিয়া দাড়াইতামও ফারিনা ছবি উটিজাওয়ার ঢরে , আফনারা ইলান বাড়ি বাড়ি ছবি না তুলিয়া ইতা খানি খোরাকি দেওয়ায় আমরার অনেখ ফায়দা অইছে , আল্লায় আফনারারে এর ছওয়াব দিবা। “

রমজানের এসব উপহার সামগ্রী হাতে পেয়ে আরেকজন গ্রহীতা নিজের অনুভূতি এভাবে প্রকাশ করেন ,” লাইন ধরি আন্তে গেলে জীবন থাকতে আমি নিজে লানিত উবাইয়া আনতে যাইতাম না , আইজ আমার সম্মানও জাগাত থাকলো , খানিও কিছু জুটলো , দোয়া খরি আমরার প্রবাসী হখলরে আল্লায় বরকত দিয়া মালামাল খরি দেউক্কা। “

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের পরিচিত সমাজকর্মী ঘুঙ্গাদিয়া গ্রামের কৃতি সন্তান হুমায়ুন কবির, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন আহমেদ , সমাজকর্মী কামরুল হক, সমাজকর্মী ও ঘুঙ্গাদিয়া সর্ব-মঙ্গল যুব সমিতির সাধারণ সম্পাদক সামছ উদ্দিন, সমাজকর্মী ও সাবেক ফুটবলার হারুণ আহমদ, তরুণ সমাজকর্মী ও যুবনেতা কাওছার আহমদ, সমাজসেবক ও এলাকার মুরব্বি আব্দুস শুক্কুর, সমাজসেবী আব্দুল জলিল, সমাজকর্মী ও যুবনেতা কয়েছ আহমদ, সমাজকর্মী ও যুবনেতা আব্দুল বাছিত,সমাজকর্মী ছবুর আহমদ, তরুণ সমাজকর্মী আবদুল্লাহ, সমাজকর্মী ও যুবনেতা লিটন আহমদ, সমাজকর্মী আব্দুল হক, সমাজকর্মী আবু তাহের সাজু, তরুণ সমাজকর্মী জাহেদ আহমদ, তরুণ সমাজকর্মী সাহেদ আহমদ সহ গ্রামের অসংখ্য স্বেচ্ছাসেবী ।