বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুনেদ আহমদ বাদী হয়ে, ১। রুমেল আহমদ পিতা- আব্দুল মালিক সাং- বড়থল ( গুচ্ছগ্রাম), ২। মুহিবুর রহমান পিতা- আব্দুল মালিক, সাং- গল্লাসাঙ্গন, ৩।সৈয়দ আদনানুল হক, পিতা- সৈয়দ সফিকুল হক, সাং-ইটাউরি, ৪। আসুক আহমদ পিতা-আব্দুল খালিক, সাং- রুকনপুর, ৫।
দেলোয়ার হোসেন পিতা- আব্দুল আজিজ সাং- নিজবাহাদুর পুর সর্ব থানা-বড়লেখা জেলা- মৌলভীবাজার গণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে উক্ত অভিযোগটির প্রাথমিক সত্যতা সাপেক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রেকর্ড পূর্বক তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এজাহারে বর্ণিত প্রত্যেক আসামী সামাজিক যোগাযোগ এর মাধ্যম “ফেইসবুকে” বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা, সরকার দলীয় বিভিন্ন মন্ত্রী, সম্প্রতি মৃত্যুবরণ করা গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে চরম আপত্তিকর ভিডিও, স্ট্যাটাস,কমেন্ট করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত দেলোয়ার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত বরাবর রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়েছে।


