করোনা প্রভাবে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর জোর দিয়েছে-পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০ 397 views
শেয়ার করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশের যে অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর জোর দিয়েছে। কৃষকদের সার, বীজ, টাকাসহ নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাড়ির আঙিনার কোনো জায়গা যেন পতিত না থাকে। একসময় দেশের অর্থনীতি নির্ভর করতো কৃষির ওপর। সরকার হারানো সে অতীত ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নিয়েছে।

তিনি বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখায় ৩২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, চারা ও উপকরণ সহায়তা বাবত চেক বিতরণ সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও কৃষিবিদ দেবল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, লিটন শরীফ প্রমুখ।