সংযুক্ত আরব আমিরাত প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নতুন কমিটি

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩ 357 views
শেয়ার করুন

 

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী অধিকার ঐক্য পরিষদের নতুন কমিটি (২০২৩-২০২৪) গঠণ কল্পে শুক্রবার ২৪ ফেব্রুয়ারী ফেব্রুয়ারী এক জুম ভিডিও কনফারেন্সের আয়োজন করে।এতে সভাপতি,সাধারণ সম্পাদক সহ সংগঠনের ৪৭ সদস্যের নতুন কার্যকরি কমিটির অনুমোদন দেয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির হোসাইন ও মহাসচিব প্রকৌশলী মেহেদী হাসান এর উপস্থিতিতে এই জুম ভিডিও কনফারেন্সে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাকির খান, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন প্রকৌশলী এস আলম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রিয়াদ হোসেন। এতে ৫ জন সহ সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ জন সহ সাংগঠনিক সম্পাদ

ক সহ সংগঠনের ৪৭ সদস্যের নতুন কার্যকরী কমিট ঘোষণা করা হয়।দুই ঘন্টা স্থায়ী এই ভিডিও কনফারেন্সে সংগঠানের বিন্ন আমিরাতের নেতা ও কর্মীবৃন্দ অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান গিয়াস মোহাম্মদ জানান যে, “প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষভাবে অবদান রেখে আসছে।এই অবদানকে আরও ত্বরান্বিত করার জন্য ‎বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ সম্পূর্ন অরাজনৈতিক ভাবে কাজ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তাছাড়া বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ প্রবাসীদের মানবিক, সামাজিক ও অধিকার ভিওিক কাজসহ প্রবাসীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন গঠনমূলক ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি অঙ্গরাজ্যে নতুন করে আহবায়ক কমিটি গঠন করেছে এবং মালয়েশিয়া, সৌদিআরব, ওমান, কাতার, বাহারাইন কেন্দ্রীয় কমিটির কার্যক্রম বিগত এক বছর যাবৎ সফলভাবে পরিচালনা সহ ১৮ টি’র অধিক দেশে সংগঠনের সমন্বয়ক কমিটি কাজ করে আসছে, যা ভবিষ্যতে সকল প্রবাসীদের সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে বলে আশাবাদী। “