বাঙ্গালী ।। আব্দুছ ছামাদ

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 500 views
শেয়ার করুন

বাঙালী যদি দিতে পারতো
জ্ঞানীগুণী দাম।
বিশ্ব মাঝে থাকতো বেঁচে
বাঙালির সম্মান।

বাঙালী যদি কাঁদতে পারতো
সর্বজনের দুখে।
বাঙ্গালী হয়ে থাকত বেঁচে
কাঁধে কাঁধে মিলিয়ে।

বাঙালী যদি করতে পারত
জুলুমের প্রতিবাদ।
সীমান্তে থাকতো না পড়ে
আমার ভাইয়ের লাশ।

বাঙ্গালী চিনে না খাঁটি সোনা
হিরা মনি মুক্তা।
দায়িত্ব নিয়েও করেনা পালন
হারিয়ে ফেলে আস্তা।