লোকমান আহম্মদ আপন এর শিশুতোষ ছড়া ‘সাফার গান’

লোকমান আহম্মদ আপন লোকমান আহম্মদ আপন

ছড়াকার, লেখক ও সাংবাদিক

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ 1,132 views
শেয়ার করুন

 

দুধের ফিডার মাইক বানিয়ে
সবাইকে সে দেয় জানিয়ে
‘অনেক বড় শিল্পী আমি
কোত্থাও নেই থামাথামি’।

ড্রয়িং রুমে তুফান তুলে
গান গেয়ে যায় আধো বোলে
গানের সাথে নাচও আছে
শিল্পী সুলভ ধাচও আছে।

সাফার এমন কাণ্ড দেখে
আপন চাচায় ছড়া লেখে।

# প্যারিস, ফ্রান্স ।