জালালী

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১ 1,113 views
শেয়ার করুন

জালালী

                        এম এ জামান

শাহজালাল শাহপরান পরশে সোনা এই মাটি
হযরতজি শাহজালাল আমরা তোমার জালালী
হজরতজি শাহপরান আমরা তোমার সিলেটি ।।

অলি কুলের শিরোমণি নাইকো তোমার জুড়ি
তোমার দোয়া সাঙ্গ করি দেশ বিদেশ ঘুরি
তোমার সহবতে ধন্য সিলেটি।।

সিলেটের কমলা পান চুনা হাতকরা
চা বাগানের পাশে ভাইরে আনারসে ভরা
সিলেটেতে ভ্রমণ করলে বাড়ে চোখের জ্যোতি॥

যেখানে যাই দেখি সিলেটি পাথর
তেল গ্যাসের সাগর আছে এই মাটির ভিতর
নবাবী সিড়ি আছে, আছে আমজদ আলীর ঘড়ি॥

মাধবকুণ্ড জাফলং কত সুন্দর প্রকৃতি
দেখিলে ভাই মন জুড়ে যায় ২
তাওহিদে ফিরে মতি॥