লোকমান আহম্মদ আপন এর ছড়া-দালালরা সব চেঁচায়

লোকমান আহম্মদ আপন লোকমান আহম্মদ আপন

ছড়াকার, লেখক ও সাংবাদিক

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ 817 views
শেয়ার করুন

সত্যি কথা বলতে গেলেই
দালালরা সব চেঁচায়
তাদের নির্লজ্জতা দেখে
হাসে রাতের প্যাঁচায়,
দালালদের বেহায়ামীর দিকে
মুক্তমনা কে চায়?

মায়ের চেয়ে মাসির দরদ
দালালেরা দেখায়
দর্নীতি আর চামচামীতে
নীতিকথা শেখায়,
দালালদের বেহায়া বাণী
মুক্তমনা কে খায়?

কিছু সময় দালালরা পায়
কিছু সুযোগ ভিক্ষা
সুযোগমত মাসি ও দেয়
দালালদেরে শিক্ষা,
আস্তাকুঁড়ে ছুড়ে ওদের
বলে মাসী- কিক খা।

#প্যারিস, ফ্রান্স।