২০ জুলাই লন্ডনে অপেন এইজ ফুটবল টুর্নামেন্ট

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ 142 views
শেয়ার করুন

 

লন্ডন, ১৭ জুলাই ২০২৫ : বৃটেনে বাংলাদেশিদের স্বনামধন্য ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে আগামী ২০ জুলাই রোববার ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাব-এ (ফুটবল গ্রাউন্ডে) প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গ্রেটার সিলেট উপজেলা অপেন এইজ ফুটবল টুর্নামেন্ট। দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বৃহত্তর সিলেটের ৪টি জেলার ১৪টি টিম অংশগ্রহণ করবে ।

এরপর ৩ আগস্ট রোববার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । খেলা উপভোগ করার জন্য বৃহত্তর সিলেটের প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন সোনালী অতীত ইউকের নেতৃবৃন্দ ।

গত ১৪ জুলাই সোমবার সন্ধ্যায় সোমবার পূর্ব লন্ডনের খ্রিষ্টান স্ট্রিটস্থ হারকনেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক তারকা ফুটবলার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদনী মিয়া গুলজার। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী অতীত ইউকের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়া, ভাইস প্রেসিডেন্ট আরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, জামাল উদ্দিন ও সিরাজ মিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রেজাউল করিম মৃধা ও এনাম চৌধুরী।

ফুটবলের যৌবনে যারা মাঠের নায়ক সেই সাবেক তারকা ফুটবলাররাই এবার তরুণ সমাজকে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন । এবারের টুর্নামেন্টে অনেক তরুণ ফুটবলার অংশ গ্রহণ করবেন। ব্রিটেনজুড়ে ফুটবলের জাগরণ ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করছে সোনালী অতীত ইউকে। দুই দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- বালাগঞ্জ, বড়লেখা, বিয়ানীবাজার, বিশ্বনাথ, ছাতক,দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার সদর, নবীগঞ্জ, ওসমানী নাগর ও সিলেট সদর উপজেলা।