আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন রেষ্টুরেন্টের উদ্ভোধন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৫ 152 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পেলেও ভিসা বন্ধ থাকায় বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেওয়া যাচ্ছে না। ফলে অন্যদেশের শ্রমিক দিয়ে চালাতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। নতুন ভিসা ও ভিসা ট্রান্সফার চালু হলে বাংলাদেশী শ্রমিক নিয়োগের পাশাপাশি দেশে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাবে। দ্রুত ভিসা সমস্যার সমাধান চাইছেন প্রবাসী বাংলাদেশীরা।

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা এলাকার বাংলা মার্কেটে বাংলাদেশী মালিকানাধীন “আল মোহাম্মদিয়া রেষ্টুরেন্ট এন্ড ক্যাপটেরিয়া উদ্ভোধনকালে বক্তারা এসব কথা বলেন।

২৮শে মে বুধবার ফুজিরা শহরের বাংলা মার্কেট এলাকায় রেষ্টুরেন্টের উদ্ভোধন করেন স্থানীয় নাগরিক কাসিম আব্দুল্লাহ আল আনসারী, প্রতিষ্ঠানটির কর্নধার মোহাম্মদ রুহেল ও সুমন হোসেন। উপস্থিত ছিলেন ফুজিরাস্থ বাংলাদেশী ব্যবসায়ী সালেক মিয়া, আবলুছ মিয়া, মোহাম্মদ সুলতান, আকলিম রাজা চৌধুরী, আকরাম হোসেন সহ আরো অনেকে।

বাংলাদেশী এই রেষ্টুরেন্টের কর্ণদার হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দাশপাড়া গ্রামের মোহাম্মদ রুহেল মিয়া ও লক্ষীপুর জেলার সদর থানার সার্দারপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন।

এসময় রেষ্টুরেন্টের কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজন আহমদ, মোহাম্মদ রাজু, ফরহাদ হোসেন, হাসান আহমদ প্রমুখ।