আজমানে বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোবাল লিংক বিজনেসম্যান সার্ভিসের উদ্ভোধন
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন ‘গ্লোবাল লিংক বিজনেসম্যান সার্ভিস এলএলসি’ নামের একটি নতুন প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশের সানাইয়া এলাকায় বাংলাদেশি প্রবাসী মো. সালাহউদ্দীন ও আবুল কাশেম-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভিসাজনিত সমস্যা সমাধান এবং ব্যবসা খাতে নতুন উদ্যোক্তা তৈরি করতে গ্লোবাল লিংক বিজনেসম্যান সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিষ্ঠানটির কর্নদার বরগুনা জেলার আমতলীর বাসিন্দা মাওলানা মুজনুল হকের ছেলে মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আমিরাতের শ্রমবাজারে দক্ষ শ্রমিকের ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে পর্যাপ্ত দক্ষ শ্রমিক না পাওয়ায় নিয়োগকর্তারা বাধ্য হচ্ছেন অন্যান্য দেশ থেকে কর্মী নিয়োগ দিতে। অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের অনেকেই ভিসা জটিলতা ও আইনি সমস্যায় ভুগছেন। এই চাহিদা ও সমস্যার সমাধানের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসা গড়ে তুলতে সহযোগিতা প্রদানের লক্ষেই আমার প্রচেষ্টা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুদুর রহমান, সাংবাদিক আমিনুল হক,সহ আরও অনেকে। সবাই আশাবাদ ব্যক্ত করেন যে প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


