বিশিষ্ট সমাজসেবক ও ইপসুইচ এন্ড সাফোক আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ আহমদ স্বরনে এক শোক সভা অনুষ্ঠিত হয় ।
মংগলবার ইপ্সুইচের একটি ট্যাক্সি অফিসে সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসুইচ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ জুনাব রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি গোলাম আম্বিয়া।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ।
এতে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লিমন,সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক,যুব ও ক্রীড়া সম্পাদক হোসেন আহমেদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সুন্দর আলী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, যুবনেতা শিপন আহমেদ, ছাত্রনেতা খন্দকার জিসান ও ছাত্রলীগ নেতা তাহা আহমেদ আদিল সহ প্রমুখ।

বক্তারা বলেন,ফয়েজ আহমদ ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। বঙ্গবন্ধু ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ প্রশ্নে আপোষহীন মানুষ ।
সভা শেষে ফয়েজ আহমদ এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আশকর আলী ।


