
আমিরাতে বাংলাদেশী শ্রমিকের চাহিদা প্রচুর থাকলেও ভিসা জটিলতায় নতুন শ্রমিক নিয়োগ দেওয়া যাচ্ছে না। নতুন ভিসা ও ভিসা ট্রান্সফার চালু হলে বাংলাদেশী শ্রমিক নিয়োগের পাশাপাশি দেশে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাবে। আমিরাতে দিন দিন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি হলেও অন্য দেশের শ্রমিক নিয়োগ দিতে হচ্ছে৷ দ্রুত ভিসা সমস্যার সমাধান না করলে আমিরাতের শ্রমিক বাজার বাংলাদেশীদের চাহিদা দিন দিন কমে যাবে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশী মালিকানাধীন এইচভি গ্রুপের ১২তম প্রতিষ্ঠান এইভ ট্রেডিং এলএলসি উদ্ভোধনকালে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার আবুধাবীর বানিয়াছ কর্পোরেটিভ সোসাইটিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্ভোধন করেন স্থানীয় নাগরিক মোহাম্মদ আব্দুল্লাহ ও প্রতিষ্ঠানটির কর্নধার সিলেটের গোপালগঞ্জ উপজেলার বাসিন্দা বেলাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন আমিরাতে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসনাত, আব্দুর রব, জাহাঙ্গীর আলম, হাসিব আলী, লায়েছ আহমদ সহ আরো অনেকে।
শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনা ও দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।