পশ্চিম পাগলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ 212 views
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.31944445, 0.31944445); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (13, -1); aec_lux: 413.6126; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক করেছেন  ওয়ার্ডের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাত ৯টায় ওয়ার্ডের শত্রুমর্দন হাজিপাড়া গ্রামের পয়েন্টে এই উঠান বৈঠক করা হয়েছে। 
বিএনপির প্রবীণ নেতা সৈয়দ আবদুল মালিকের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমদের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা নূরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য খলিলুল রহমান খলিল, উপজেলা ওলামা দলের সম্পাদক সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন মিয়া ও যুবদল নেতা মনির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির প্রবীণ নেতা সাদ্দক মিয়া, আবদুস সত্তার, জমসেদ আলী, হারুন মিয়া, আমির হোসেন, হারুন মিয়া, যুবদল নেতা সারোয়ার হোসেন খান লাহিম, আবু সাঈদ, রনি মিয়া, মুয়াজ্জিম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ছাত্রদল নেতা মানছুর আহমদ আবু সাঈদ সুমন, জেলা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর, উপজেলা প্রজন্মদলের সিনিয়র সহ-সভাপতি রোমান আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ইয়াহিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন আহমদ, বিজয় আহমদ, আবুল হাসান, হৃদয় আহমদ, পারভেজ মিয়া, সুমন মিয়া, নাঈম আহমদ, নাহিদ হাসান, পায়েল আহমদ, আল আমীন,  সায়েম আহমদ, আফজল হোসেন ও স্বাধীন হাসান প্রমুখ।