শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহণের একটি বাস
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j;
hw-remosaic: 0;
touch: (0.31666666, 0.31666666);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (22, -1);
aec_lux: 110.99406;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়েছে এনা পরিবহণে একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৪৬২৫)। সোমবার বিকাল ৩টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শান্তিগঞ্জ এলাকার পল্লী বিদ্যুত সাবস্ট্যাশনের বিপরীতে, রাস্তার উত্তর দিকে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে চালক, হেল্পার ছাড়া আর কোনো যাত্রী ছিলো না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।
প্রত্যক্ষদর্শী রিকশা চালক এলখাছ মিয়া জানান, আমি রিকশা চালিয়ে শান্তিগঞ্জের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি খুব দ্রুত গতিতে এনা পরিবহণের বাসটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে ছুটে আসছে। শান্তিগঞ্জ ও সদরপুর এলাকার মাঝামাঝি জায়গায় পল্লী বিদ্যুত সাবস্ট্যাশনের বিপরীত পাশে আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর দিকের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভ ড্রাইভার ও হেল্পার গাড়ি থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা এসেছি। কোনো হতাহত পাইনি। পরে শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এলে তাঁর কাছে দির্ঘটনা কবলিত বাসটি হস্তান্তর করি।
শান্তিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আমরা এসে দেখি রাস্তার উত্তর পাশে বাসটি পড়ে আছে। কোনো হতাহত নেই। জয়কলস হাইওয়ে পুলিশকে খবর করা হয়েছে। তারা এসেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।