ফারুক আহমদের সাথে ইতালি যুবদল নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫ 228 views
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.35092592, 0.35092592); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 292.301; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
শেয়ার করুন

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালিস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক।

সৌজন্য সাক্ষাতের সময় আতিক বলেন, ‘আমরা জাতীয়তাবাদের আদর্শের সৈনিক। দেশ কিংবা প্রবাস সবখানেই আমাদের একটাই আদর্শ সেটা হচ্ছে জাতীয়তাবাদ। স্বৈরাচারী হাসিনার সময় আমরা প্রবাসে থেকেও কথা বলেছি। রেমিট্যান্স বন্ধ করে প্রতিবাদ জানিয়েছি। ছাত্রজনতার আন্দোলন সফল হয়েছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার সময়। শান্তিগঞ্জ উপজেলায় ফারুক আহমদের নেতৃত্বে আমরা আমাদের অভিষ্ঠ লক্ষে পৌঁছানোর সকল কার্যক্রমে এক থাকবো।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আলী, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইরান উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ মিয়া, উপজেলা যুবদল নেতা সারোয়ার হোসেন খান লাহিম, মিজানুর রহমান মিজান, খোকন মিয়া ও গ্রিস প্রবাসী নেতা তোফজ্জল হোসেন আরো অনেকে উপস্থিত ছিলেন।