শান্তিগঞ্জের দরগাপাশায় কর্মীসভা করেছে ছাত্রদল

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪ 151 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে কর্মী সভা করেছে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রদল। শুক্রবার বিকাল ৩টায় ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারের বাজার কমিটির কার্যালয়ে এ সভা করেছেন তারা। সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা কামরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন ফ্রান্স প্রবাসী আক্তারুজ্জামান আক্তার।
দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা কবির আহমদ, আবু সাঈদ ও সারোয়ার হোসেনের যৌথ পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায় ও জয়কলস ইউপি সদস্য লিটন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘদিন আমাদেরকে বন্দি করে রেখেছিলো। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার তাড়াতে ছাত্রদলসহ জাতীয়তাবাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। আমরা এ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার চাই। অচিরেই নির্বাচন দেওয়ার আহ্বান করছি।’ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির নিজেস্ব প্রার্থী দেওয়ার দাবি করে তিনি বলেন, ‘যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদককে কেন্দ্র করে আমরা আশাবাদী। আমাদের দাবি, বিএনপির দলীয় ব্যক্তিকেই যেনো ধানের শীষ প্রতীক দেওয়া হয়।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাত্রদল নেতা হারুনুর রশিদ হারুন, মানছুর আহমদ, সোয়েব আহমদ, অহী আলমগীর, কামরুল ইসলাম, কামরান ইসলাম, বশির আহমদ, জেলা প্রজন্মদল নেতা জাহিদুল ইসলাম ও উপজেলা প্রজন্মদল নেতা রোমান আহমদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ইউনিয়ন ছাত্রদল নেতা রুহুল আমীন, সারোয়ার আহমদ নারুল, মিলন আহমদ, রাসেল মিয়া, জাহাঙ্গীর আলম, জিসান রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রজন্মদল নেতা শব্দেন নূর আহমদ সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াহিয়া পারভেজ, উপজেলা প্রজন্মদল নেতা মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদল নেতা- খাইরুল আলম সাব্বির, তাহের উদ্দিন, মিলন মিয়া, সাইফুল ইসলাম, মামুন মিয়া, মেহেদী হাসান, করিম মিয়া, জাকারিয়া আহমদ, শিহাব উদ্দিন, বিলাল হোসেন, ইয়াছিন আলী, রিমন আহমদ, কাউছার আহমদ, সোহাগ মিয়া, মাছুম আহমেদ, জুনেদ আহমেদ, রুয়েল মিয়া, রুবেল মিয়া, নূরুল আমীন, আল আমীন, তানভীর আহমদ, সাজমুল মিয়া, সবুজ আহমদ, পায়েল আহমদ, রুহান খান, নিশাত আহমদ, তাকবীর তালুকদার, আবির চৌধুরী, ইরফাজ পাঠান, তিতাস আহমদ, সৌরভ দাশ, জুনেদ আহমদ, ফাহিম আহমদ, মাহফুজ আহমদ, মহসিন খান, এনামুল হক, মিছবাহ্ খান, ইমন মিয়া, ইকবাল হোসেন, নাঈম আহমদ, শাহ হাশেম মিয়া, হাবীব মিয়া, সাব্বির আহমদ, লোকমান হোসেন, রাফি আহমদ, বায়জিদ বোস্তামী, জমিয়ত আহমদ প্রমুখ।