বিয়ানীবাজারের দুবাগে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪ 143 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজারে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই খুন হয়েছে। পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯ অক্টোবর বুধবার বেলা ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত অটোরিক্সা চালক আদিল (২৫) উপজেলার দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ গ্রামের মোখলেছ মিয়ার পুত্র। খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, পারিবাকি অভাব অনটনকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে ঘটনার সময় নিজ বাড়িতে দুই ভায়ের মধ্যে বাকবিতন্ডা ঘটে। একপর্যায় উত্তেজিত হয়ে বড় ভাই কাদির কুড়াল দিয়ে ছোট ভাই আদিলের মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথার মধ্যভাগ কেটে গুরুতর জখমপ্রাপ্ত হয়। রক্তাক্ত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেটে যাওয়ার পথে চারখাই নামক স্থানে আদিলের মৃত্যু ঘটে। পরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের লাশ নিয়ে আসা হয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়েছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন গিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আসামীকে গ্রেফতার ও ঘটনাস্থল পরিদর্শন করতে পুলিশের একটি দল প্রেরণ করেছি।