সিংহপাড়া ।। সিদ্ধার্থ সিংহ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২০ 676 views
শেয়ার করুন

সাত তলা না, চার তলা না, এক তলা
কোথায় বসে সাধেন তিনি তাঁর গলা
বলব আমি কেমন করে?
কেমন করে? কেমন করে?
এমনই তাঁর গলার দাপট
খিল তোলে সব ঘরদোরে।
তবু, যেটুক হাওয়ায় ভেসে মর্মে ঢোকে
সেটাই কানের পর্দা জুড়ে পেরেক ঠোকে
বাঁচতে তো তাই বালিশ ছিঁড়ি
তোশক ছিঁড়ি, লেপও ছিঁড়ি
মুঠো মুঠো তুলো নিয়ে কর্ণে গুঁজি
আর কী আছে হাতড়ে হাতড়ে তাও তো খুঁজি।

বলব আমি কেমন করে?
কেমন করে? কেমন করে?
একলা তো নই, আমার মতো সিংহপাড়া
সকাল সন্ধে খাচ্ছে রোজই এমন তাড়া।