ব্রেকিং নিউজ: সৌদি আরব

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ 411 views
শেয়ার করুন

২৮ মে হতে ৩০ মে পর্যন্ত মক্কা ছাড়া অন্যন্য স্থানে সকাল ৬টা হতে বিকাল ৩টা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে। এই সময়ে (৬টা-৩টা) ব্যাক্তিগত গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে , এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে।

৩১শে মে থেকে ২০জুন পর্যন্তঃ মক্কা শহরস্থ মসজিদ সমূহ ছাড়া ২১ জুন থেকে অন্যান্য সকল মসজিদে জুম্মা জামাতের নামাজ আদায়ের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে স্বাস্থবিধি মেনে চলতে হবে। সকাল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে। স্বাস্থমন্ত্রণালয়ের নির্দেশনা মেনে অফিস আদালত খোলা থাকবে। আভ্যন্তরিন বিমান চলাচল চালু থাকবে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করা যাবে (৬টা-৮টার মধ্যে)।

এদিকে আপাতত আন্তদেশিয় বিমান চলাচল বন্ধ থাকবে। তবে ২১শে জুন হতে স্বাভাবিক জীবন যাত্রা চালু থাকবে।