কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪ 57 views
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে কুমিল্লা বিমানবন্দর চালু হলে প্রবাসীদের যাতায়াত সুবিধা সহজ হবে। বিশ্বের সাথে কুমিল্লার যোগাযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারের হাতকে শক্তিশালী করেছেন। শিক্ষার মান বাড়িয়ে দক্ষ শ্রমিক তৈরি করে প্রবাসে প্রেরণ করলে দেশের সম্মান আরো বৃদ্ধি পাবে।

মেঘনা প্রবাসী ঐক্য পরিষদ আমিরাত শাখার আয়োজিত মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম শফিককে দেওয়া সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেন।

রবিবার আজমানের একটি রেস্তোরায় আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রনি। সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি শফিকুল আলম শফিক। প্রধান বক্তা ছিলেন হোমনা মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ আমিরাতের সভাপতি নাজিরুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন আমিরাতে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশীদ, সংগঠনের প্রধান উপদেষ্টা শিকদার মোহাম্মদ শাফায়েত উল্লাহ, হোমনা মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ উপদেষ্টা নুরুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আইয়ুব নবী প্রমুখ।

উপস্থিত ছিলেন মেঘনা প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি আলী আহমেদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ, সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, সহ অর্থ সম্পাদক সোহেল রানা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাইনুউদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আছান উল্লাহ প্রমুখ।

বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, তরিকুল ইসলাম, শেখ সাইখুল, মনির হোসেন, মোখলেছ প্রধান, সেলিম সরকার সহ আরো অনেকে।