আমিরাতে প্রবাসী কমলগঞ্জ-শ্রীমঙ্গল বাসীর আয়োজনে মতবিনিময় সভা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪ 216 views
শেয়ার করুন

কমলগঞ্জ শ্রীমঙ্গল বাসী প্রথমবারের মত একজন মন্ত্রী পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার সহ সাত বারের নির্বাচিত এমপি হয়ে তিনি এলাকার অনেক উন্নয়ন করেছেন এবং অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করে উন্নয়নের ভূমিকা অব্যাহত রাখবেন। কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসীর দীর্ঘদিনের দাবি, শমসেরনগর বিমানবন্দর চালু করার পাশাপাশি একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপিত করে এলাকাবাসীর স্বপ্ন পূরণ করবেন।

মৌলভীবাজার-০৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসন থেকে সাত বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মনোনীত করায় বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

শুক্রবার শারজাহের নূর আল হেলাল পার্টি হল রুমে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক আব্দুল করিম। মতবিনিময় সভা উদযাপন কমিটির সদস্য সচিব রুজেল তরফদার ও যুগ্ন সদস্য সচিব ইমদাদুল হক ইমরানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ জহির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মতবিনিময় সভা উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক এম এ মুহিত চৌধুরী, আজমান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, শারজাহ আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আব্দুল আওয়াল, দুবাই আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন আল রাজী, খোরফাক্কান আওয়ামীলীগের সভাপতি শিশু মিয়া, মুনিম আহমদ চৌধুরী চুনু, প্রফেসর কবির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজমান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মুকিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আলী আসকর, খোরফাক্কান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দরবেশ আলী, হারুনূর রশীদ রঙ্গু, শেখ দরবেশ আলী, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদ আহমদ চৌধুরী, শারজাহের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক, জামাল মিয়া, মসুদ মিয়া, ইব্রাহিম মিয়া, এম এ মুবিন, জসিম উদ্দিন, শুয়েব আহমদ আমিন, বিদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী কয়েস আহমদ, প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।