আমিরাতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল

আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (র) এর ইলমে কুরআনের খেদমত আজ বিশ্বব্যাপী বিস্তৃত। ----মাওলানা ফরিদ আহমদ চৌধুরী

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪ 42 views
শেয়ার করুন

 

আনজুমানে আল ইসলাহ ইউ.কে এর জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদ চৌধুরী বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কর্মজীবনে দ্বীনের বহুমুখী খিদমতে নিবেদিত ছিলেন। তিনি সারাজীবন আল-কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দিয়েছেন, হাদীসে নববীর দারস দিয়েছেন, তরীকতের তা’লীমের মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ করেছেন, আর্ত মানবতার সেবা করেছেন। পুরোটা জীবন রাসুল (সা.) এর সুন্নাহ সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি মুমিন হৃদয়ে হুব্বে রাসূল তৈরীর কাজ করেছেন। বৃহত্তর সিলেট তথা বাংলাদেশে শাহজালাল (র.) এর যোগ্য উত্তরসূরী হিসেবে বৃহত্তর পরিসরে ইসলামের প্রচার এবং প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ওলীয়ে কামেল হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.)।

১৪ জানুয়ারি, বাদ এশা আজমানস্থ আল রাওদাতে আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতের আজমান শাখার উদ্যোগে শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১৬তম ঈসালে সাওয়াব উপলক্ষ্যে আলোচনা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজমান আল ইসলাহ’র সভাপতি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাত এর আহবায়ক কমিটির সদস্য মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, শারজা শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান চৌধুরী।

শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন এর স্বাগত বক্তব্যে সূচিত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজা শাখার সহ-সভাপতি ক্বারী সুয়েব আলী, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আব্দুল মালেক মল্লিক, আজমান শাখার উপদেষ্টা নাসিরুল হক, শারজা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্বারী রিয়াজুল ইসলাম রাজু, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই এর যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ তারেক।

মাহফিলে আরও বক্তব্য রাখেন আজমান শাখার সিনিয়র সহ-সভাপতি মির্জা আবু সুফিয়ান, সহ-সভাপতি ক্বারী আব্দুর রহমান, আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন, জুনেদ আহমদ, মাওলানা হাকিম আহমদ, প্রথম সদস্য ইসমত আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজমান শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক ক্বারী সুহেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ইব্রাহীম আলী, মুহিবুর রহমান মোহন, সাজ্জাদুর রহমান লিমন, নাবিল আহমদ, সাঈদ আহমদ প্রমুখ।