আমিরাতে কুলাউড়া সমিতির বিজয় উৎসব পালন

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩ 69 views
শেয়ার করুন

আমিরাতে যত সামাজিক সংগঠন আছে তাদের মধ্যে কুলাউড়া সমিতি অন্যতম। কুলাউড়া সমিতি আমিরাত ছাড়াও দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে তার আপন কর্মকাণ্ডে। আগামি দিনেও দেশের সকল জাতীয় দিবসগুলো পালনের পাশাপাশি অসহায় প্রবাসী ও দেশের মানুষের কল্যানে সব সময় মানবিক কাজ করে যাচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রবাসিদের প্রাচীন ও মূল সংগঠন কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় উৎসবের আলোচনা সভায় এসব বলেন বক্তারা।

শুক্রবার শারজাহের ন্যাশনাল পার্কে আয়োজিত বিজয় উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ। সাধারণ সম্পাদক রিপন মজুমদার ও সহ সভাপতি ইসমত আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন৷ প্রধান বক্তা ছিলেন কুলাউড়া সমিতি প্রধান উপদেষ্টা আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আশরাফ খান ইরণ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সিনিয়র সহ সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কুলাউড়া সমিতির প্রধান পৃষ্টপোষক মুছব্বির আলী বাদশাহ, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার, উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, কারী আবু রুকিয়ান, মাহমুদুর রহমান, পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, মুহিদ আহমদ শামীম, মোজাহিদুল ইসলাম, সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল মালিক মল্লিক, সভাপতি এম এ কুদ্দুস খাঁ মজনু, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন, কাজল মিয়া, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জুবের আহমেদ, আজমানের ব্যবসায়ী আবু সুফিয়ান, আনোয়ার হোসেন, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনির প্রমুখ।

কুলাউড়া সমিতির সহ সভাপতি মাসুদ আলী, খলিলুর রহমান, সুমন আহমেদ, জাহিদ হাসান, যুগ্ন সম্পাদক এমদাদুল হাসান নাসির, নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিটন মজুমদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবলু, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল, সদস্য আকরাম আলী, জাহাঙ্গীর আলি, খোকন আহমদ, আকবর আলি, জানে আলম, জসিম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজয় উৎসবে ছোট ও বড় বাচ্চাদের দৌড়, ছবি আঁকা, পুরুষের হাড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ বদল, চেয়ার বদল সহ বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার ও খেলায় অংশগ্রহণকারী হাতে শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।