আমিরাতে কুলাউড়ার যমজ দু বোনের গোল্ডেন ভিসা লাভ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩ 1,209 views
শেয়ার করুন

 

সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের পলকি গ্রাম নিবাসী আরব আমিরাতের ফুজাইরা প্রবাসী মোহাম্মদ মুক্তার মিয়ার যমজ  কন্যা রাহমা মুক্তার প্রমী ও রাহিমা মুক্তার হিমি বিশেষ মেধা কোটায় আমিরাত সরকারের দশ বছর মেয়াদী (নবায়ন্যোগ্য) সম্মানজনক গোল্ডেন রেসিডেন্স  ভিসা অর্জন  করেছেন।


তারা এ বছর অনুষ্ঠিত এডভান্স এইচএসসি পরীক্ষায় ফুজাইরাহ প্রদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাসাফি গার্লস স্কুল ফর বেসিক এন্ড সেকেন্ডারি এডুকেশন হতে ডিস্টিংশান মার্কস সহ জিপিএ প্লাস পাওয়ায় এবং ইতিপূর্বে এসএসসিতেও অনুরূপ  ফলাফল করায় সরকারের গোল্ডেন রেসিডেন্স ভিসা অর্জন করলেন।

গতকাল ৫ জুলাই আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ এন্ড পোর্ট সিকিউরিটি’র এক পত্র মূলে এই ভিসার দলিল পাঠান হয়েছে। রাহমা ও রহিমা দুজনে চিকিৎসা শাস্ত্রে ও উচ্চতর শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে চান।
রাহমা ও রাহিমা খুব ছোট বয়স থেকে লেখাপড়ায় মেধার স্বাক্ষর রেখে আসছে।