আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই র শহিদ দিবস স্মরক আলোচনা সভা

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩ 139 views
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতি ইউএই আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় সময় ২৮ ফেব্রুয়ারি,মঙ্গলবার রাতে সংগঠনের আবুধাবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: হাবিবুল হক খন্দকার, ফুজাইরাহ বাংলাদেশ সমিতির সভাপতি সাইফুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু ও জনতা ব্যাংক ইউএই’র প্রধান নির্বাহী কামরুজ্জামান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রকৌশলী আহমদ হোসেন, নূর মোহাম্মদ সৈয়দ লুতফুর রহমান, জাকির হোসেন জসিম, আবু তাহের তারেক প্রমূখ।


সভায় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন,”দেশ যত অর্থনৈতিক সমৃদ্ধির পথে ধাবিত হচ্ছে ততোই বাংলা ভাষার প্রতি সবার আগ্রহ বাড়ছে। বাংলা ভাষাকে আরো ছড়িয়ে দিতে হবে,বহু ভাষা রপ্ত করতে হবে।ভবিষ্যৎ প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।”