করোনা মোকাবিলায় তিন ছাত্রলীগ নেতার উদ্যোগ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০ 404 views
শেয়ার করুন

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ঘর বন্দি মানুষ । কর্মহীন হয়ে পড়ায় এবংটিউশনি বন্ধ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর পরিবার আর্থিক সংকটে পড়েছে ।এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উদ্যোগ নেন ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতা।তারা ” সুহৃদ ” নামে একটি প্লাটফর্ম গড়ে তার মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীকে সর্বোচ্চ ২০০০ টাকা থেকে সর্বনিম্ম ১৫০০ টাকা নগদ, বিকাশ অথবা রকেট মোবাইল ব্যাংকিং দ্বারা অর্থ প্রেরন করছে । এই তিন ছাত্রলীগ নেতা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক সবুর খান কলিন্স, দপ্তর বিষয়ক উপ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী , বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক খন্দকার আহসান হাবিব । মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে সবুর খান কলিন্স বলেন সময়ের প্রয়োজনে সংকটে দেশের পাশে দাঁড়িয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ ও সক্ষমতা বিসর্জনের নিমিত্তেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

সেই সংগঠনের একজন আদর্শিক কর্মী হিসেবে মানবিক অনুভুতি থেকেই আমরা সামর্থের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থী ভাই-বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রমে বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন বড় ভাই আমাদের সহায়তা করেছেন তাদেরও সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।