আমিরাতে চন্দনাইশ সমিতির গণ-সংবর্ধনা

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২ 471 views
শেয়ার করুন

বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। যতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন বাংলাদেশ দারিদ্রমুক্ত হয়ে সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে হবে। বৈধপথে টাকা পাঠালে দেশের রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। আগামীতে সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে চন্দনাইশ সমিতির ইউএই এর উদ্যোগে গণ-সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

শুক্রবার (২৫শে নভেম্বর) বাংলাদেশ সমিতি শারজাহের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন চন্দনাইশ সমিতি ইউএই সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিন উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণি চৌধুরী, কমিউনিটি নেতা মোহাম্মদ সেলিম সিআইপি, দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, চন্দনাইশ বরমা ইউনিয়নের চেয়ারম্যান খুরশেদ আলম টিটু, কমিউনিটি নেতা আবুল কাশেম, আজগর আলী চৌধুরী, বচন মিয়া তালুকদার, জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মামুন উদ্দিন, মোহাম্মদ বশির, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, কামাল উদদীন ,মামুন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, ক্রীড়া সম্পাদক পেয়ার মোহাম্মদ, ধর্মীয় সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ প্রচার ও দপ্তর সম্পাদক এম এ রহিম সহ আরো অনেকে।

অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পর পরই সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে দেশের প্রতি সম্মান জানানো হয়। সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। চন্দনাইশ সমিতি ইউএই এর কার্যকরী কমিটির সবাইকে আমন্ত্রিত প্রধান অতিথি ক্রেষ্ট তুলে দেন।