বিএনপি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কথা বলে: কয়ছর এম আহমদ
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় সাধারণ মানুষের কথা বলে। মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কথা বলে।
বুধবার বিকাল ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী, সে নির্বাচনে যে দল গণতন্ত্র, স্বাধীনতা আর সাধারণ মানুষের অধিকার রক্ষায় দীর্ঘ সংগ্রাম করেছে সেই দল বিএনপিকে আপনার সাপোর্ট করবেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর বুঝতে পেরেছিলেন এই স্বাধীনতা রক্ষার জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা প্রয়োজন। এরই ধারাবাহিকতায় তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় উপস্থিতি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, আবুল কাশেম নাইম, সদস্য মহির উদ্দিন, নূরুল ইসলাম, মুজাহিদ উদ্দিন, মোশাহীদ আলী, জিয়াউল হক, অজিত দাশ, বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, লুৎফুর রহমান, আওলাদ হোসেন, ইরান উদ্দিন, এবাদুর রহমান, মনির মিয়া, মিজানুর রহমান, দিলদার হোসেন, মোহাম্মদ আলী, সাইখুল ইসলাম, হিফজুর রহমান চৌধুরী দিদার, হোসাইন আহমদ, জিয়াউর রহমান জিয়া, কামাল পারভেজ সাজন, খলিলুর রহমান খলিল, সাব্বির আহমদসহ আরো অনেকে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই বলয়ের শত শত নেতাকর্মীরা দলে দলে পাগলা বাজারে আসেন। বিকাল সাড়ে ৪টা থেকে পৃথকভাবে মিছিল করেন দেই নেতার অনুসারী হাজারো কর্মী-সমর্থকেরা। আনছার উদ্দিন ও ফারুক আহমদ সরাসরি মিছিলে নেতৃত্ব দেন। মিছিল দুটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুই বলয়ের মিছিলে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়।