শান্তিগঞ্জে আইএফআইসি ব্যাংকের তারুণ্য উৎসব

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫ 119 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ উপজেলায় তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক পাগলা বাজার উপশাখা। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা করেছে ব্যাংকটি। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ্। প্রতিষ্ঠানটির প্রভাষক ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী, ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহাব উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আরব আলী, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম ও সাংবাদিক জামিউল ইসলাম তুরান। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন- আইএফআইসি ব্যাংকের দিরাই উপশাখার ইনচার্জ তুষার খান।
এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকটির পাগলা  বাজার উপশাখার ইনচার্জ জুনায়েদ আল হাবীব, অফিসার মার্কেটিং ইনচার্জ পাপ্পু বড়ুয়া, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ ও আলাল হোসেনসহ প্রতিষ্ঠানটির একাদশ, দ্বাদশ শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।