দানশীল, পরোপকারী, সহনশীল ও সুশিক্ষিত হতে হবে: ড. নিজাম

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ 143 views
শেয়ার করুন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, এই বয়স তোমাদের অনেক কিছুই শেখায়। এখনই উপযুক্ত সময় নিজেকে সুন্দর করে গঠন করার। নিজেকে গঠন করতে সুশিক্ষিত হতে হবে। দানশীল, পরোপকারী ও সহনশীল হতে হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০২৫ – ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেন প্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ড. মো. নিজাম উদ্দিন বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার কারিগর হিসেবে কাজ করেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন। সুতরাং, শিক্ষা জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে শিক্ষকদের কথা শোনা এবং তাঁদের দেখানো পথ অনুসরণ করে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেনো সমাজ তোমাকে দিয়ে উদাহরণ দিতে পারে। সমাজে নিজেকে উদাহরণযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। অনেক বড় হওয়ার স্বপ্নে বেড়ে উঠতে হবে। স্বপ্নের সমান বড় হতে হবে। এ জন্য শিক্ষা জীবনে অনেক পরিশ্রম করতে হবে।

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাদশ শ্রেণিতে বর্ষ-সমাপনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, দ্বাদশ শ্রেণির জিপিএ-৫ প্রাপ্তদের ও একজন নির্বাচিত সেরা শিক্ষককে ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ। প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রভাষক সুমন কান্তি দাস, সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, শাহজাহান মিয়া, রিকন চন্দ্র দাস, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নীলা পুরকায়স্থ, সোয়াহিদ মিয়া, মায়মুনা বেগম ও আরফা আক্তার ইভা।

এসময় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, মৌমিতা ভট্টাচার্য, সহকারি শিক্ষক রুবী রানী তালুকদার, সাইফুল ইসলাম, বদরুজ্জামান খান, মো. আলাউদ্দিন, হেলাল আহমদ, মো. জজ মিয়া, রেজুয়ানুল হক, শতরূপা চক্রবর্তী, মাসুকুল ইসলাম মাসুক, ওবায়দুল হক মোনেম, এলি আক্তার, নন্দিতা দে, অফিস সহায়ক অপু পালসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।