
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ দিকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য বাউল লাল শাহ’র উজানীগাঁওয়ের বাড়িতে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাউল লাল শাহ’র পরিচালনা ও পরিবেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ইকবাল কাগজী। অনুষ্ঠানমালায় বিশেষ অতিথির বক্তব্য দেন কবি কুমার সৌরভ, লোক গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক এনামুল কবির, প্রভাষক দোলন দেবনাথসহ আরো অনেকে।
পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম বাউল সম্রাটকে স্মরণ করা হয়।