ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫ 69 views
শেয়ার করুন
ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় ইউনিয়নের ছাতারপই গ্রামের প্রশিক্ষণ একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করেন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
সম্মেলনের আগে আলোচনা সভা করেন ইউনিয়নের নেতাকর্মীরা। আলোচনা সভায় সভাপত্বি করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম ছমরু মিয়া। যুগ্ম-আহ্বায়ক মো. সোনা মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রশীদ আহমদ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার খান, ডা. বজলুর রহমান খান, সিরাজুল ইসলাম, মনির উদ্দিন, বিএনপি নেতা সোয়েব আহমদ, আবুল হোসেন, জিলু মিয়া, সুমন আহমদ, ফটিক আহমদ, আবদুল জলিল, কারানির্যাতিত বিএনপি নেতা সাদেক আলী, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু শামীম, ইউনিয়ন যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, যুবদল নেতা শহীদ খান, লীলু মিয়া ও ছাত্রদল নেতা আলা উদ্দিন খান।

বক্তব্যে বক্তারা বলেন, গত ১৭ বছরে যারা আওয়ামীলীগের সুবিধা ভোগ করেছে, ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে সেই সব ‘ডেভিলরা’ যেনো কোনো অবস্থাতে দলে স্থান না পায় সেদিকে খেয়াল রাখা হবে। ত্যাগীরা যেনো মূল্যায়িত হন সেই দাবিও করেন নেতাকর্মীরা। সব ইউনিয়নের সম্মেলন শেষে একত্রে কমিটির ‘সুপার ফাইভ’ পদেও জন্য দায়ীত্বপ্রাপ্তদের না ঘোষণা করা হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতারপই হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাও. মাসনূন আহমদ।

আলোচনা সভা শেষে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘সুপার ফাইভ’ পদে আগ্রহীদের নাম চাওয়া হয়। নেতাকর্মীদের সামনে সভাপতি পদে শানুর আহমদ, আমির আলী, আবুল ইসলাম ও আবদুল জাহির নিজেদের প্রার্থী হিসেবে উত্থাপন করেন। সহ-সভাপতি পদের প্রার্থীর তালিকায় নাম লিখান মজনু মিয়া ও লিলু মিয়া। সাধারণ সম্পাদক আয়না মিয়া ও আবদুল জলিল প্রার্থী হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম ও আতাউর রহমান প্রার্থী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদের জন্য আগ্রহী হয়েছেন সুমন আহমদ সমুজ, জামাল উদ্দিন ও রুবেল আহমদ।