সিলেটের বিয়ানীবাজার উপজেলার এস.এস.সি ১৮ব্যাচ এর কয়েকজন বন্ধুরা মিলে তৈরী করেছে ফ্রেন্ডস অব হিউমিনিটি নামের সংগঠন। সংগঠন থেতে প্রথম রমাজনে গরীব ও অসহায় মানুষদের ইফতার সামগ্রী উপহার হিসাবে পৌছে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ ১৯/০৫/২০২০ আবার বিয়ানীবাজার সরকারী হাসপাতালে বিনামূল্য ইফতার নিয়ে পৌছে দেয় এ সংগঠন। শুধু হাসপাতাল নয় রাস্তায় অসহায় ও গরিব মানুষের কাছে ইফতার পৌছে দিয়ে মানুষের ভালবাসা অর্জন করেছে তারা।
এই সংগটনের এর কাজ ছাত্ররা নিজ অর্থায়নে ১৮ব্যাচ এর দেশে বিদেশে থাকা বন্ধুরা বহন করে। Friend of humanity সংগঠন এ কোন ধরনের সদস্য পদ নেই। তবে আমরা খুব শিঘ্রই পদ ছাড়া সদস্য এবং মানবতার কাজে সর্বদা প্রস্তুত যারা তাদের সদস্য ও সম্মানিত উপদেষ্টা হিসাবে নেবার কথা জানানো হয়েছে।
বর্তমানে এ সংগঠন যারা সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে- এস.এস.সি ১৮ব্যাচ এর দেশ বিদেশের বন্ধুরা তার মধ্যে টুটুল-হাসিম-বাবলু-লিমন-রাসেল-সুমেল-রায়হান-রাহি-রেদওয়ান-সাব্বির-রাহাত-মাসুদ-রিফাত-মিজান-তৌফিক-সরওয়ার-কামরান-ইয়াসিন-রবিউল-আবিদ এবং আরো অনেকেই।


