
আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিসহ এশিয় কমিউনিটির শিক্ষার্থীদের কানাডার স্কুলে পড়াশোনার সঠিক সহায়তার কাজ করছে গ্লোবাল সিটিজেন এডুকেশন ইনকরপোরেশন। উন্নত শিক্ষা আর আধুনিক জীবনের নিশ্চয়তায় এ প্রতিষ্ঠান কাজ করছে। দুবাইয়ে ইন্টারন্যাশনাল শিক্ষা সেমিনারে এ কথা বলেছেন বক্তারা।
বৃহস্পতিবার দুবাইয়ের ক্রাউন প্লাজায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জি সি ই আই এর নির্বাহি প্রধান রেজোওয়ান আহমেদ। সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওয়েস্টফিল্ড এডুকেশনের চেয়ারম্যান হেনরি লিউ।
এ সময় আরো বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, ওয়েস্টফিল্ড এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও প্যাটি ইয়িন, ওয়েস্টফিল্ড সেকেন্ডারি স্কুলের ভাইস প্রিন্সিপাল সাইমোনেন্কো উইলিয়াম, ওয়েস্টফিল্ডের এডমিশন অফিসার ও ইন্টারনেশানল রেক্রুটিঙ ম্যানেজার লিন ফো, সৈয়দ জহিরুল টিটু সহ আরো অনেকে।
শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ইসমাইল গণি চৌধুরী, ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপি, জশিম উদ্দিন, আসগর খান চৌধুরী সহ আরো অনেকে।
প্রসঙ্গত এ প্রতিষ্ঠান বাংলাদেশ থেকেও কানাডার স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে যাবতীয় সহয়াতা করে যাবে। এরই অংশ হিসেবে একটি এডুকেশন সেমিনার আগামী ২৮ই আগস্ট, ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত হবে।