কুয়েতে মাস্ক না পরলে ৫ হাজার দিনার জরিমানা ৩ মাসের জেল

সাদেক রিপন সাদেক রিপন

কুয়েত প্রতিনিধি

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 508 views
শেয়ার করুন

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুয়েতে ঘরের বাইরে মুখে মাস্ক না পরলে জেল ও জরিমানার বিধান করেছে দেশটির সরকার। ১৭ মে রবিবার দেশটি স্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকা আরব টাইম ও কুয়েত টাইমস এক সংস্করণে এই তথ্য নিশ্চিত করে।

সংবাদে আরও বলা হয় কেউ যদি নিয়ম অমান্য করে ঘরের বাইরে মুখে মাস্ক ব্যবহার না করে এবং জন সমাগমস্থলে মাস্ক ব্যাতীত ঘুরাঘুরি করে তাহলে তার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল হতে পারে অথবা সর্বোচ্চ ৫,০০০ কুয়েতি দিনার জরিমানা হতে পারে। এমন কি উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

করোনা বিস্তার রোধে গত ১০ মে হতে ৩০ মে পর্যন্ত ২৪ ঘন্টা কারফিউ ঘোষণা করা হয়েছে। এই কারফিউ চলাকালীন সময়ে প্রতিদিন বিকাল সাড়ে ৪ থেকে সাড়ে ৬ পর্যন্ত শিথিল করা হয়েছে। নিজ নিজ আবাসিক এলাকায় ব্যায়াম ও হাটাচলার জন্য। শর্ত হিসেব উল্লেখ করা হয়েছে কোন ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না। মাক্স, গ্লাবস ব্যবহার বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।