৬ দিনের কর্মবিরতিতে চা শিল্পের ক্ষতি শত কোটির বেশি
মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল) মাহবুবুল আলম চৌধুরী ( জয়নুল)
ভ্রাম্যমান প্রতিবেদক

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে সপ্তম দিনের মতো কর্মবিরতিতে চা শ্রমিকরা। শুক্রবারও শ্রমিকরা মৌলভীবাজারে বিক্ষোভ করেছে। এ পর্যন্ত ৬ দিনের কর্মবিরতিতে এ শিল্পে ক্ষতি হয়েছে শত কোটি টাকার বেশি। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে চা শ্রমিকরা। এ অবস্থায় যত দ্রুত সম্ভব সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সিলেট ও চট্টগ্রামে চা বাগান এখন ১৬৮টি। দেশের চাহিদার ৯০ ভাগ চায়ের যোগান দেয় সিলেটের বাগানগুলো।
তবে শ্রমিক আন্দোলনে বন্ধ পাতা তোলা, প্রক্রিয়াজাত করণ ও উৎপাদন। সব মিলিয়ে প্রথম ৬ দিনের ক্ষতি শত কোটি টাকার বেশি।
সংকট সমাধানে শ্রম অধিদপ্তরে মালিক-শ্রমিকদের নিয়ে দুই দফা বৈঠক হলেও, হয়নি সমঝোতা। দৈনিক ৩০০ টাকা মজুরির অবস্থানে অনড় শ্রমিকেরা।
তবে বাগান মালিকরা বলছেন, দিনে ১২০ টাকা মজুরি হলেও, এর সঙ্গে শ্রমিকদের যেসব সুবিধা দেয়া হয় সব মিলে তার অর্থ মূল্য ৪০০ টাকা।
আর বিনিয়োগকারীরা বলছেন, চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে চা-শ্রমিকদের কর্মবিরতি এ শিল্পের জন্য অশনি সংকেত।
এ অবস্থায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার সম্পদ রক্ষায়, আলাপ-আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।