দেশের বিভাগগুলোর মধ্যে অবিবাহিত জনসখ্যা বেশি সিলেটে। এ বিভাগটি স্বামী মারা গেছেন এমন নারীর সংখ্যা ও স্ত্রী মারা গেছেন এমন পুরুষের সংখ্যার দিক দিয়ে অবস্থান দ্বিতীয়।
এছাড়া তালাকের দিক থেকে মাঝামাঝিতে থাকলেও বিবাহ বিচ্ছেদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে। জনশুমারি ২০২২-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।