শম্পার নতুন মিউজিক ভিডিও ‘দরদীয়া’

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ 1,207 views
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাত প্রবাসি বায়ান্ন টিভির পরিচালক হাজী শফিকুল ইসলামের সহধর্মিনী শম্পা শফিকের নতুন মিউজিক ভিডিও দরদীয়া নিয়ে দর্শক দুয়ারে হাজির হচ্ছেন। রনক রায়হানের কথা ও সুরে পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। মিউজিক করেছেন এইচ আর লিটন। এল এম মিউজিক এর পরিবেশনায় গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পাবে বলে জানা গেছে।

শম্পা শফিকের গানে হাতে খড়ি নিজের পরিবার থেকে। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটিতে তিনি বেশ কয়েকবছর ধরে গান করে দর্শকদের মন জয় করেছেন। লোকগীতি, পল্লী গীতি, আধুনিক গানে তার জুড়ি নেই। তিনি গানকে প্রাণের সাথে বেঁধেছেন বলে সকল চড়াই উৎরাই পেরিয়ে গান রয়েছে তার নিত্যসঙ্গি।