
ঈদ উপলক্ষে প্রকাশ হলো টি আর মিউজিক স্টেশনের ব্যানারে নতুন গান সিলেটি ফুরি। গানটিতে কণ্ঠ দিয়েছেন নয়া দামান খ্যাত সিলেটের কণ্ঠশিল্পী তশিবা। এই গানটি লিখেছেন নির্মল দাস।
সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটি প্রকাশ হয়েছে ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা এবং আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
গানটি নিয়ে কণ্ঠশিল্পী তশিবা বলেন, একজন সিলেটি মেয়ে হয়ে সিলেটি ফুরি শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।
https://www.youtube.com/watch?v=8o73dlZBbSY
সিলেটি ফুরি গানটির গীতিকার নির্মল দাস বলেন, সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।
গানের সংগীত পরিচালক আকাশ মাহমুদ বলেন, অনেক সুন্দর গানের কথা ও সুর দিয়ে সিলেটি ফুরি তৈরি করেছি। আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর সংগীতায়োজন করার।
ভিডিও নির্মাতা আশিক মাহমুদ বলেন, সিলেটের আঞ্চলিক গান বরাবরই সুন্দর। তবে এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ সিলেটের আঞ্চলিক ঐতিহ্য মাথায় রেখে কাজটি করা। দর্শক মুগ্ধ হলেই পরিশ্রম স্বার্থক।
২৬ মার্চ সন্ধ্যায় সিলেটি ফুরি গানটি টি আর মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে।