বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি এর ইফতার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২ 257 views
শেয়ার করুন

বাংলাদেশি প্রকৌশলীরা বিশ্বের নানাদেশে মর্যাদার সাথে স্থাপত্যবিদ্যায় অংশ নিচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের নান্দনিক দালান তৈরীতে বাংলাদেশি প্রকৌশলীরা সুনাম অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশরী খন্দকার মিজানুর রহমান। সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রূপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনসুলেটের দ্বিতীয় সচিব মোজাফফর হোসাইন, বাংলাদেশ বিজনেস ফোরাম সভাপতি সিআইপি মাহাবুব আলম মানিক, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আশীষ বড়ুয়া, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেইন, সিনিয়র সহ সভাপতি সামছুল আলম,সহ সভাপতি শেকুল ইসলাম, অধ্যাপক আব্দুস সবুর,সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুর রব, সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, আনসারি এক্সচেঞ্জ ইউএই এর ব্যবস্থাপক শফিকুল ইসলাম, বায়ান্ন টিভির ডিরেক্টর সাহাদাত হোসেন, বাংলাদেশ বিজনেসম্যান এসোসিয়েসন সভাপতি সাফায়াত উল্লাহ।

ধর্ম সম্পাদক আলম হোসাইনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন ইকবাল।

এ সময় আরো বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক জাকির হোসেইন, তোফাজ্জল হোসেন, ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহ,অর্থ সম্পাদক আখতারুজ্জামান, প্রচার সম্পাদক শাহিন হোসেন, সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, খান মোঃজাহাঙ্গীর, সহ আরো অনেকে।

বাংলাদেশি পেশাদারদের এ সংগঠন করোনাকালিন সময়েও দুস্থ প্রবাসিদের খাদ্য সহায়তা করে আসছে। আগামি দিনে সংযুক্ত আরব আমিরাতের নানা সরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে।