ভাবনার ভাবনাময় দিন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ 438 views
শেয়ার করুন

আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। অভিনয়, কাজ, পারিপার্শ্বিক নানা বিষয় নিয়ে প্রতি রাতে কাঁদতাম। এই পৃথিবী যখন পাথর মারতে থাকে তখন আপনি বুঝতে পারবেন যে কিছু করার নেই! এখানে রোজ সবাই সবাইকে লাথি মারছে, ছোট করার চেষ্টা করছে, অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে।’ ফেসবুক স্ট্যাটাসে এভাবেই নিজের বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

তবে সেই হতাশা কাটিয়ে নতুন উদ্যমে কাজে মনযোগী হয়েছেন এই অভিনেত্রী। আর সেটি সম্ভব হয়েছে নাট‌্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের কারণে। এ প্রসঙ্গে ভাবনা লিখেছেন, ‘আমি অভিনয় প্রচন্ড ভালোবাসি। প্রতিদিন একজন ভালো অভিনেত্রী হতে চাই। কিন্তু আমি খুব মনমরা ছিলাম এবং প্রথমবার উপলদ্ধি করলাম আমার কোনো শক্তি নেই। তারপর সৈয়দ জামিল আহমেদের অভিনয় বিষয়ক কর্মশালায় নিজেকে যুক্ত করলাম। আমার জীবনের গৌরবময় ৭টি দিন পার করেছি। আমি নিজেকে আবার ফিরে পেয়েছি, আবার শক্তি পেয়েছি। এখন আমি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়টাই করে যেতে চাই। আজ থেকে আমি আমার জীবন, কাজ নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী, মনোযোগী।’

তিনি আরও লিখেছেন, ‘আমি কখনো কোনো অ‌্যাক্টিং স্কুল, কর্মশালা, থিয়েটার ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। আজ গর্বের সঙ্গে বলছি, জামিল আহমেদ আমার গুরু। আমার প্রথম অভিনয়ের শিক্ষক। অসংখ‌্য ধন‌্যবাদ স‌্যার।’

ফেসবুকে সেই স্ট্যাটাসের সঙ্গে দুটি ছবিও পোস্ট করেছেন ভাবনা। একটি ছবিতে নন্দিত নাট‌্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে ক‌্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ভাবনাকে নিয়ে জামিল আহমেদের লেখা মন্তব্য। পোস্টটিতে ভাবনাকে অভিনন্দন জানিয়েছেন নেটাগরিকরা।

প্রসঙ্গত, ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ইতিমধ্যে বড় পর্দায়ও নাম লিখিয়েছেন। ব‌্যক্তিগত জীবনে বেশ স্বাধীনচেতা মানুষ তিনি। তবুও অভিনয় ক‌্যারিয়ারে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে ভাবনা দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তার মধ্যে একটি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হিট’, অন্যটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’। এছাড়াও ভাবনা অভিনীত নতুন সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক।