হবিগঞ্জে জেলা প্রশাসকসহ ৪ কর্মকর্তা করোনামুক্ত, নতুন আক্রান্ত ১৫

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ 451 views
শেয়ার করুন

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও আফিয়া আমিন পাপ্পা এবং নাজিরের ২য় ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। হবিগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর প্রতীক মন্ডল এই তথ্য জানান।

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণার পর আজ দুপুরে জেলা প্রশাসক তার বাংলোতে কোয়ারেন্টিন থেকে বেরিয়ে অফিসে আসবেন।

এদিকে সরকারী কর্মচারী ও স্বাস্থ্যকর্মীসহ মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে সুস্থ হয়েছেন ২৩জন এবং মারা গেছে ১ শিশু। এ পর্যন্ত  ১ জন চিকিৎসক ও ২ জন নার্সসহ ১২ জনকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেয়া হয়েছে।

এদিকে করোনা আক্রান্ত চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকসহ ৪ পুলিশ সদস্যের ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাদের সাথের অপর পুলিশ সদস্যের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে।