
জাতির একজন শ্রেষ্ঠ সন্তানের বিদায়: মৌলভীবাজার- বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের – ভবানী পুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস শহিদ এর ইন্তেকাল।
সোমবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টায় নিজ বাস ভবনে,বাধ্যক্যজনিত রোগে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর , তিনি তিন পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী আত্বীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায় : আগামীকাল মজ্ঞলবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় – নিজ এলাকায় (ভাটাউছি ঈদগাহ মাঠে) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শ্রদ্ধা নিবেদনের পর যথাযথ মর্যাদায়, বীর মুক্তিযোদ্ধা – হাজী আব্দুস শহিদ’কে সমাহিত করা হবে।