সৈয়দপুর-বিরাটনগর রুটে ফ্লাইট চালু হওয়ার, প্রস্তাবে আনন্দে ভাসছে মানুষ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১ 764 views
শেয়ার করুন

 

নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি নীলফামারীর সৈয়দপুরের সঙ্গে বিরাটনগর সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাবে হওয়ায়  আনন্দে ভাসছে এখানকার ব্যাবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন নেপালের সাথে সরাসরি এ রুট চালু হলে পাল্টে যাবে আর্থ-সামাজিক চিত্র।

 

ভৌগলিক অবস্থানের কারনে এ উপজেলা বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে চুতুর্থ আন্তর্জাতিক বিমান বন্দর কাজ চলমান। এ অঞ্চলে ইকোনমিক জোন হবার কথাও রয়েছে।

১৮৭০ সালে আসাম বেঙ্গল রেলকে ঘিরে গড়ে উঠা এই শহর দেশের অষ্টম বৃহত্তম বানিজ্যিক শহর হওয়াতে এখানে ভারতের বিভিন্ন রাজ্য ও নেপাল থেকে আসা মানুষ স্থায়ীভাবে বসবাস করছে। ব্যাবসা-বাণিজ্যসহ প্রয়োজনে তাদের বছরে একাধিকরার নেপাল ও ভারতে যেতে হয়। তাই এ রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াতকারী লোকজনের বিড়ম্বনা অনেকটাই লাঘব হবে। সে সাথে খরচ ও সময় কমবে তাদের।

 

সৈয়দপুর সিটি বাস্তাবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান বলেন, সৈয়দপুর থেকে নেপালের বিরাটনগরে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের আকাশপথে চলাচল চালু হলে এ অঞ্চলের মানষের যোগাযোগ আরও বাড়বে। সেক্ষেত্রে নেপালের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এবং বাংলাদেশের পর্যটকরা অনেক সহজে এবং কম খরচে যাতায়াত করতে পারবেন।

 

প্রসঙ্গত, নেপালের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের পুরোটাই এখন আকাশপথে ঢাকা-কাঠমান্ডু রুটে সীমিত। এর বাইরে সড়ক পথে নেপালে যেতে হলে ভারতের ট্রানজিট ভিসা নিতে হয় এবং একাধিকবার ইমিগ্রেশন পার হতে হয়। এটি দুই দেশের মধ্যে চালু থাকা ভিসা-ফ্রি যাতায়াতের প্রকৃত সুফল প্রাপ্তিতে বড় বাধা।