সৌদিআরবে মাধবপুরের রেমিট্যান্স যোদ্ধা, ইখতিয়ার খুন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১ 500 views
শেয়ার করুন

 

হবিগঞ্জ এর মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ইখতিয়ার উদ্দিন স্বপন, সৌদিআরব গিয়েছিলেন প্রায় ১৬ বছর আগে। সংসারের আর্থিক অবস্থার উন্নতির জন্য সেখানে কাজ করতে গিয়ে এবার প্রাণ হারালেন ইখতিয়ার। মঙ্গলবার রাতে রক্তাক্ত মরদেহ পাওয়া যায় তার বসতরুমে।

 

এ সংবাদ পেয়ে সৌদি পুলিশ ইখতিয়ারের

লাশ উদ্ধার করে। পরে মরদেহ জিজান হাসপাতাল হিমঘরে নিয়ে রাখা হয়। নিহত ইখতিয়ার উদ্দিন স্বপনের মামা চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মােহন মিয়া জানান, ১৬/১৭ বছর আগে জায়গা জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান ইখতিয়ার। সৌদি আরবের জিজান শহরে একটি গ্যারেজ পরিচালনা করতেন তিনি। মঙ্গলবার রাতে তার সাথে থাকা প্রবাসীরা ফোন করে জানান, দুবৃত্তরা মঙ্গলবার দুপুরে তার ঘরে প্রবেশ ঘরে। ইখতিয়ার উদ্দিনকে হত্যা করে। এ সময় তার গলায় লােহার তার প্যাচানাে ও মাথায় আঘাতে চিহ্ন পাওয়া যায়।

ইখতিয়ারের বৃদ্ধ বাবা জয়নাল আবেদিন জানান, স্বপন রমজানে দেশে আসার কথা ছিল। ছেলের ইচ্ছে ছিল মা, বাবাকে নিয়ে দেশে ঈদ করবে। কিন্তু এখন ছেলে লাশ হয়ে সৌদিআরবে পড়ে রয়েছে। যারা ইখতিয়ারকে এমন হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিহত ইখতিয়ারের স্বজনদের কাছ থেকে এমন একটি সংবাদ পাওয়া গেছে।