নড়াইলে ১৫ লিটার মদসহ স্বামী-স্ত্রী আটক, ইয়াবাসহ যুবক আটক

ফরহাদ খান ফরহাদ খান

বায়ান্ন, নড়াইল

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ 630 views
শেয়ার করুন

নড়াইলে ১৫ লিটার মদসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে ছোট কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ছোট কালিয়া এলাকার রবি দাস (৩৫) ও তার স্ত্রী রানী দাস (২৮)। এ সময় তাদের বাড়ি থেকে ১৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। এগুলো বিভিন্ন কোম্পানির পানির বোতলে ভরে বিক্রির জন্য রাখা হয়েছিল।

এর আগে কালিয়া পৌরসভার রামনগর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ প্রদীপ কুমারকে (৩৩) আটক করা হয়।

কালিয়া থানার ওসি-অপারেশন আমানুল্লাহ আল বারী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

নড়াইলের নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন