সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী দুলাল গ্রেপ্তার

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ 670 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে নিজাম উদ্দিন দুলাল (৩৫) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে থানার এএসআই জিতু মিয়াসহ একদল পুলিশ সদস্যরা  ।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন দুলাল, সে বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ দাসগ্রাম এলাকার- মৃত হোসেন আলীর ছেলে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী নিজাম উদ্দিন দুলালকে মঙ্গলবার দুপুরে, আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  এবং মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে  ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, তাহলেই মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।